জমির “খতিয়ানে ভুল সংশোধন” কিভাবে করতে হয়
★উপজেলা ভূমি অফিসে ২০ টাকার কোর্ট ফি সংযুক্ত করে আবেদন করতে হবে।★আবেদন প্রাপ্তির পর দখল এবং রেকর্ড সংক্রান্ত প্রতিবেদনের জন্য ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয়।
★ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদন
প্রাপ্তির পর সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ প্রদানক্রমে শুনানি গ্রহণ ও দাখিলিয়
কাগজপত্রাদি বিবেচনায় কোন আপত্তি না থাকলে খতিয়ানের করণিক ভুল সংশোধনের
আদেশ দেয়া হয়।
★আদেশ অনুসারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সংশোধিত খতিয়ান প্রস্তুত করে পেশ করেন এবং কানুনগো প্রয়োজনীয় রেকর্ড সংশোধন করেন।
★সময়: সাধারণত ২৫-৩০ দিন।
ফি: আবেদনে ২০/- টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হয়।
★যোগাযোগ: উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট সহকারী।
★প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। সংশ্লিষ্ট সর্বশেষ নামজারি, এসএ, অারএস খতিয়ানের ফটোকপি/ সার্টিফাইড কপি।
২। সংশ্লিষ্ট মৌজার এসএ ও অার.এস মৌজা ম্যাপ।
৩। ওয়ারিশ সনদপত্র ((প্রযোজ্য ক্ষেত্রে) [অনধিক ০৩ মাসের মধ্যে ইস্যুকৃত]
৪। মূল দলিলের ফটোকপি/ সার্টিফাইড কপি( প্রযোজ্য ক্ষেত্রে)।
৫। সর্বশেষ জরিপের পর থেকে বায়া/পিট দলিল(প্রযোজ্য ক্ষেত্রে)।
৬। ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা।
৭। আদালতের রায়/আদেশ/ডিক্রির সার্টিফাইড কপি।
৮। আদালতের রায়/আদেশ/ডিক্রি থাকলে আরজির সার্টিফাইড কপি।
৯। অার.এস জরিপের মাঠপর্চা, ডিপি খতিয়ান ইত্যাদি।
★শর্তাবলীঃ
আবেদন করতে হবে
জমির মালিকানার কাগজ ও দখল থাকতে হবে।
★আইন ও বিধিঃ
১. এসএ এ্যান্ড টিএ্যাক্ট ১৯৫০
২. ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০
৩. ভূমি মন্ত্রণালয়ের ০২/০৯/২০১৪ তারিখের ৩১.০০.০০০০.০৪২.৬৭.০৩১.১১.৫৮৫ নং পরিপত্র অালোকে।
★আদেশ অনুসারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সংশোধিত খতিয়ান প্রস্তুত করে পেশ করেন এবং কানুনগো প্রয়োজনীয় রেকর্ড সংশোধন করেন।
★সময়: সাধারণত ২৫-৩০ দিন।
ফি: আবেদনে ২০/- টাকার কোর্ট ফি সংযুক্ত করতে হয়।
★যোগাযোগ: উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট সহকারী।
★প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। সংশ্লিষ্ট সর্বশেষ নামজারি, এসএ, অারএস খতিয়ানের ফটোকপি/ সার্টিফাইড কপি।
২। সংশ্লিষ্ট মৌজার এসএ ও অার.এস মৌজা ম্যাপ।
৩। ওয়ারিশ সনদপত্র ((প্রযোজ্য ক্ষেত্রে) [অনধিক ০৩ মাসের মধ্যে ইস্যুকৃত]
৪। মূল দলিলের ফটোকপি/ সার্টিফাইড কপি( প্রযোজ্য ক্ষেত্রে)।
৫। সর্বশেষ জরিপের পর থেকে বায়া/পিট দলিল(প্রযোজ্য ক্ষেত্রে)।
৬। ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলা।
৭। আদালতের রায়/আদেশ/ডিক্রির সার্টিফাইড কপি।
৮। আদালতের রায়/আদেশ/ডিক্রি থাকলে আরজির সার্টিফাইড কপি।
৯। অার.এস জরিপের মাঠপর্চা, ডিপি খতিয়ান ইত্যাদি।
★শর্তাবলীঃ
আবেদন করতে হবে
জমির মালিকানার কাগজ ও দখল থাকতে হবে।
★আইন ও বিধিঃ
১. এসএ এ্যান্ড টিএ্যাক্ট ১৯৫০
২. ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০
৩. ভূমি মন্ত্রণালয়ের ০২/০৯/২০১৪ তারিখের ৩১.০০.০০০০.০৪২.৬৭.০৩১.১১.৫৮৫ নং পরিপত্র অালোকে।
***
No comments:
Post a Comment